Please let us join together to demand March 25th to be announced the International Genocide Day. Nirmul Committee has taken this initiative, and we need your support to show the brutality of Pakistan towards Bangladeshi people to the world. Not to mention, this is the worst genocide ever in human history that had snached away so many lives in a such a short period of time. Let us claim justice for those cold blooded killers.






















































































































































































আজ বাঙালির ইতিহাসে ভয়ঙ্কর এক কালরাত্রির দিন । ৪০বছর আগে ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল শ্বাপদের হিংস্রতা নিয়ে। ইতিহাসের বর্বরোচিত হত্যাযজ্ঞের সেই ভয়াল রাত ২৫ মার্চ। ৪০ বছর আগে ১৯৭১ সালের এই দিনে জাতি তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছিল ইতিহাসের নৃশংসতম বর্বরতা! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সমগ্র বাঙ্গালী জাতি স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার মুহূর্তে পাকিস্তানী হানাদার বাহিনী বাংলার নিরস্ত্র মুক্তিকামী মানুষের ওপর সশস্ত্র হামলা চালায়। হানাদার বাহিনী মানবাধিকারের সমস্ত শিষ্টাচার লংঘন করে উন্মত্তভাবে চালিয়েছিল নৃশংস গণহত্যা। ‘অপারেশন সার্চ লাইট’ নামে পাকিস্তানী হানাদার বাহিনীর সেই বর্বরোচিত হামলায় সমগ্র জাতি, বিশ্ববাসী হতবাক হয়েছিল। মধ্যযুগীয় কায়দায় পাক বাহিনী রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ইপিআর সদর দফতর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গোটা ঢাকা নগরীতে চালায় হত্যাযজ্ঞ ও অগি্নসংযোগ। ওই রাতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং সেই রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু ইপিআর-এর ওয়্যারলেসের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে শত্রুমুক্ত করার জন্য সমগ্র বাঙ্গালী জাতিকে পাকিস্তানী সেনাদের বিরুদ্ধে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
LikeLike