
if you want to know freedom fighter Moktel Hossain Mukthi, click here & tweet
Tweet
শেখ মুজিবরা ঘরে ফেরেনাঃতুমি আসবে না, তা জেনেও অধীর আগ্রহে পথ পানে চেয়ে থাকি ভারতীয় সমূদ্রের উথাল পাথাল ঢেউ ও নীল আকাশের দিকে; চেয়ে থাকি সূদুর আফ্রিকা প্রাচ্যের থেকে ঘুরতে আসা পর্যটকের জাহাজের দিকে। তুমি আসবে না- কেউ ফিরে আসে না, কোন পথ নেই কিন্তু ফিরে যেনো না আসে সে ১৫ই আগস্ট; কেবল ফিরে আসুক ৭ই মার্চ ;বার বার-যুদ্ধ হোক প্রতিদিন প্রতিক্ষন প্রতি বছর-পাক হায়েনার বিরুদ্ধে নয়- আ ক ম মোজাম্মেল হক, আব্দুস সোবহান গোলাপ ও শাহজাহান খানদের বিরুদ্ধে। সশস্ত্র যুদ্ধ চাই। হয়তো কেউ বাচবে না; সেটাই যুদ্ধ-যেখানে মুক্তিযোদ্ধা নামের শব্দটিও থাকবে না।।

